রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মেহেরপুর হাসপাতালে জামায়াতের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর হাসপাতালে জামায়াতের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি 

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযান করেছে জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ফজরের নামাজ শেষে মেহেরপুর হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। 

কর্মসূচির উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার, জামায়াতের নায়েবে আমীর মাহাবুবুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, সহকারী সেক্রেটারি রুহুল আমিন, জামাতের যুব বিভাগের সম্পাদক সোহেল রানা ডলারসহ জেলা ও পৌর শাখার জামায়াত নেতারা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির মোহাম্মদ আমীর তাজউদ্দিন খান। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুর সাত্তার এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, হাসপাতাল আপনাদের সম্পদ। এই সম্পদ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। 

আমরা সবাই মিলে যেটা সহজেই করতে পারবো সেই কাজটা আমার একার জন্য কষ্টকর হয়ে যায়। সবশেষে মেহেরপুর হাসপাতালের উদ্যান চত্বরে বৃক্ষরোপণ করেন নেতারা। 

টিএইচ